লিখুন এবং আয় করুন

আপনি কি অনলাইনে টাকা আয় করতে চান? আমাদের ওয়েবসাইটটি আপনার মত পাঠকদের প্রচেষ্টায় নির্মিত হয়েছে।  আমাদের ব্লগে লিখার জন্য কোন বিশেষজ্ঞ হতে হবে না, আপনাকে শুধু জ্ঞানপ্রেমী হতে হবে ও জ্ঞান ছড়িয়ে দেয়ার এবং অন্যের সাথে শেয়ার করার মন মানসিকতা থাকতে হবে। আমরা আপনার প্রচেষ্টার জন্য আপনাকে সম্মানী প্রদান করব। 

আমাদের সাথে যোগদিন

আপনার কোনো নির্দিষ্ট অভিজ্ঞতা বা কোনো বিশেষ যোগ্যতা থাকতে হবে না, তবে আপনাকে হতে হবে:

  • চমৎকার সৃজনশীলতার অধিকারী
  • কোন বিষয়ে বিস্তারিত জানার জন্য তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন
  • কনটেন্ট তৈরির প্রতি যত্নবান
  • ট্রেন্ডের শীর্ষে থাকার প্রবনতা

বিষয়বস্তু নির্ধারণের নির্দেশিকা

  • লেখার বিষয়সমূহ

আপনি ইতিহাস, খেলাধুলা, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক বিশ্ব, রাজনীতি, বিশ্ব, বিজ্ঞান, বই ও সিনেমা, বিনোদন, উপকথা, জীবনী, প্রযুক্তি, জীবজগৎ, লাইফস্টাইল, শিল্প-সংস্কৃতি, অর্থনীতি, ভূগোল, ভ্রমণ, সচেতনতা, শিক্ষা, সাহিত্য, তারুণ্য, স্থাপত্যকলা, স্বাস্থ্য-চিকিৎসা, খাবার ও রেসিপি, বিশেষজ্ঞ মতামত এবং আরও অনেক কিছু সম্পর্কে আমাদের প্ল্যাটফর্মে লিখতে পারেন।

  • আমাদের প্রত্যাশা

আপনার নিবন্ধের একটি কাহিনীসূত্র থাকতে হবে, নিবন্ধটি এভাবে সাজাতে হবে যাতে মনে হয় আপনি আপনার সামনে বসে থাকা পাঠকদের কাহিনীটি (বিষয়বস্তু যা-ই হোক না কেন) শোনাচ্ছেন।

  • পারস্পরিক শ্রদ্ধাবোধ

আপনার নিবন্ধের মাধ্যমে কোনো ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গের মানুষকে ছোট করা যাবে না। সব ধরনের অত্যুক্তি বা উস্কানিমূলক বক্তব্য কঠোরভাবে নিষিদ্ধ।

  • মতাদর্শ প্রচার

কোনো রাজনৈতিক, ধর্মীয় বা কোনো ব্যক্তিগত মতামত প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ।

  • তথ্যসূত্র

তথ্যের উৎসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করার অনুমতি দেয়া হবে না। ব্যবহার করা সব তথ্য বিশ্বাসযোগ্য হতে হবে। যদি-

    • কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেয়া হয় তাহলে নিবন্ধের শেষে পুরো URL লিখে দিতে হবে (বুকমার্ক ১, ২, ৩... এভাবে) অথবা সুবিধামতো হাইপারলিংক করে দিতে হবে।
    • কোনো বই থেকে তথ্য নেয়া হলে প্রয়োজনীয় জায়গায় বুকমার্ক দিতে হবে। নিবন্ধের শেষে নিচে বর্ণিত বিন্যাসে বইটি উদ্ধৃত করতে হবে– বইয়ের নাম - লেখক এর নাম - পৃষ্ঠা নম্বর - সংস্করণ নম্বর - প্রকাশক - প্রকাশনার তারিখ
    • উইকিপিডিয়াকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করা যাবে না।

  • কপিপেষ্ট কে 'না' বলুন

কোনো ধরনের কপি-পেস্ট গ্রহণযোগ্য হবে না।

  • ছবি সংক্রান্ত নির্দেশনা

আর্টিকেলের সাথে সম্পর্কিত ২-৩ টি ছবি অবশ্যই যুক্ত করতে হবে। ছবিগুলোতে কোনো ধরনের জলছাপ থাকা চলবে না। কোনো প্রকারের নগ্ন বা অশ্লীল ছবি বা ভিডিও কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সম্ভব হলে অবশ্যই চিত্রগ্রাহকের নাম উল্লেখ করতে হবে। সম্ভব না হলে অবশ্যই যে ওয়েবসাইট থেকে ছবি নেয়া হয়েছে তার নাম উল্লেখ করতে হবে।

  • শব্দসংখ্যা

আর্টিকেল কমপক্ষে ৭৫০ শব্দের মধ্যে থাকতে হবে। কোনো সর্বোচ্চ শব্দ সীমা নেই।

  • ছবির সাইজ (লেখার ভেতরে)

আর্টিকেলের ভেতরে ব্যবহার করা ছবির প্রস্থ কমপক্ষে ১,০০০ পিক্সেল হতে হবে।

  • ফিচার ইমেজের আকার

ফিচার ইমেজের কমপক্ষে ১,২০০ x ৬৭৫ পিক্সেল হতে হবে।

  • সম্মানী

প্রকাশিত সকল লেখার জন্য সম্মানী নির্ধারণ করবে পথিকের কথা সম্পাদনা পর্ষদ। প্রতিটি প্রকাশিত লেখার ভিউ এর উপর ভিত্তি করে সম্মানী প্রদান করা হবে। ১০০০ ভিউ এ সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ২০০+ টাকা সম্মানী প্রদান করা হবে। লেখার গুণগত মান, লেখকের নিয়মিত কাজ ও পাঠকপ্রিয়তা বিবেচনা করে সম্মানীর পরিমাণ নির্ধারিত হবে এবং সম্পাদনা পর্ষদ লেখকের সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানিয়ে দেবেন। কেবলমাত্র সম্পাদনা পর্ষদের অনুমোদন পেলেই কোনো লেখার জন্য সম্মানী দেওয়া হবে, অন্যথায় নয়।

  • বোনাস রিওয়ার্ড

পথিকের কথার লেখকদের জন্য রয়েছে Canva Premium Account সম্পুর্ন বিনামূল্যে। মাত্র তিনটি লেখা প্রকাশিত হলেই লেখক পেয়ে যাবে একটি  Canva Premium Account

 

কিভাবে লেখা জমা দিবেন?

  • লেখা জমা দিতে করণীয়

আপনাকে প্রথমে Registration/Login করতে হবে। তারপর পিসি ইউজার হলে উপরের টপবার এর “Add Post" এ ক্লিক করুন অথবা টপবার থেকে ইউজারনেম এ ক্লিক করে Admin Panel এ গিয়ে “Add Post" এ ক্লিক করুন। ফোন ইউজার হলে মেনু থেকে “Add Post" এ ক্লিক করুন অথবা ইউজারনেম এ ক্লিক করে Admin Panel এ গিয়ে “Add Post" এ ক্লিক করুন।

  • পোস্ট লিখবেন কিভাবে?
পোস্ট লিখার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন। 
  • লেখা জমা দেবার পর করণীয়

সফলভাবে জমা দেয়ার পরে আমাদের সম্পাদক প্যানেল আপনার লেখাটি পর্যালোচনা করবে। আমরা ইমেইলের মাধ্যমে নিবন্ধটির অবস্থা আপনাকে অবহিত করবো। আপনি আপনার প্রোফাইল থেকেও এর অবস্থা যাচাই করতে পারবেন।

  • লেখার সর্বশেষ অবস্থা

নিবন্ধটি প্রকাশ করা হলে ড্যাশবোর্ডের মাধ্যমে আপনাকে জানানো হবে।

  • সম্পাদনার সময়সীমা

পুরো ব্যাপারে সম্পাদনা করতে সর্বোচ্চ ৭ কর্মদিবস লাগতে পারে।

  • জিজ্ঞাসা

আপনার আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে যোগাযোগ করুন এর মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন।